/anm-bengali/media/post_banners/sQ6DLNCWx6NuR9piVLrV.jpg)
নিজস্ব সংবাদদাতা, অণ্ডালঃ শনিবার বেলা দশটা নাগাদ রানীগঞ্জ বিধানসভার উখরায় দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে নির্বাচনী প্রচারে এলেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। উখড়া এলাকায় পায়ে হেঁটে প্রচার করার আগে , উখড়ার সুপ্রাচীন ও বিখ্যাত মা সন্ন্যাসী মায়ের মন্দিরে পুজো দেন। সন্ন্যাসী মন্দির থেকে উখড়া এলাকার বিভিন্ন অংশে প্রচার চালান অগ্নিমিত্রা পাল এবং দিলীপ ঘোষ। এদিনের প্রচারে এসে আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল জানান জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত । কেননা এলাকার মানুষ মোদিজির ওপর ভরসা রাখে তাই এবারও জয় তাদেরই হবে। অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান, যেভাবে আগের ভোটগুলোতে তৃণমূল সন্ত্রাস করে জিতেছিল এবারও সেই সন্ত্রাসের আশঙ্কা রয়েছে। তিনি বলেন, "তৃণমূল ভোটের আগে ভোটারদের ভয় দেখাচ্ছেন যাতে ভোটাররা ভোট দিতে না আসে। কিন্তু আমরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি তাদের বলছি তারা যেন ভোট দিতে আসেন, কেননা তৃণমূল জানে ভোটাররা ভোট দিলেই তারা হারবে।" দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে দিলীপ বাবু জানান অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষে দ্রব্যমূল্যের বৃদ্ধির হার অনেকটাই কম। কেননা বিশ্বজুড়ে এখন যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য এই সমস্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, "রাজ্যে যেভাবে আলুর দাম বেড়েছে তার জন্য তো মোদিজি দায়ী নয়। কেন দিদি একটু আলুর দাম কমাতে পারে না"? অন্যদিকে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বিদ্রূপের সঙ্গে তিনি বলেন, " অনুব্রত বাবু একবার সিবিআই দপ্তরে যান চা খেয়ে আসুন"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us