পিংলায় তান্ত্রিক দিয়ে দোষী ব্যাক্তিকে খোঁজার ঘটনায় গ্রেফতার ৩

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পিংলায় তান্ত্রিক দিয়ে দোষী ব্যাক্তিকে খোঁজার ঘটনায় গ্রেফতার ৩


দ্বিগবিজয় মাহালীঃ কে পাইপ ফুটো করেছে? তা জানতে তান্ত্রিক দিয়ে ঝাড়ফুঁক করে,মন্ত্র পড়ে,ললচাল করে এক ব্যাক্তিকে দোষী সাবস্ত করলো বেশ কিছু ব্যাক্তি। যা নিয়ে রিতীমতো শোরগোল পড়েছে পিংলায়।এই খবর ছড়িয়ে পড়তেই পিংলা পুলিশের দ্বারস্থ হলো এক বৃদ্ধা। ঘটনার পরে অভিযোগ পাওয়ার পরেই তিন জনকে গ্রেফতার করলো পিংলা থানার পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ক্ষীরাই অঞ্চলের বাড়পুরী এলাকায়।প্রায় ৪ মাস আগে উক্ত এলাকায় একটি পাইপ লাইনে কাজ করার সময় পাইপে ফুঁটো হয়ে যায়।কারা করেছে এই ফুঁটো।সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় ললচাল। মন্ত্র পড়ে,ঝাঁড়ফুক দিয়ে,তান্ত্রিকের নির্দেশে ধরা হয় ওই গ্রামেরই বাসিন্দা মদন মোহন বেরাকে।তরপর তাকে হেনস্থাও করা হয়।এবং কতিপয় লোক তাকে দোষী সাবস্ত করে। আর তারপরেই পিংলা থানা পুলিশের দ্বারস্থ হয় মদন মোহন বেরা ও তার পরিবার। তারপরেই পুলিশ ওই এলাকায় গিয়ে গোপাল বেরা,সাধন ধাড়া ও সূজয় প্রামানিক নামে তিন ব্যাক্তিকে গ্রেফতার করে। এখনও বেশ কয়েকজনের নাম পুলিশের তালিকায় রয়েছে। এর আগেও ২০১৯ সালে এক ব্যাক্তির বিরুদ্ধে এই ভাবেই কুঃসংস্কারের মধ্য দিয়ে এক ব্যাক্তিকে দোষী সাবস্ত করে বেশ কিছু টাকা ও জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু ভয়ে সেই সময় কেউ মুখ খুলেনি। এলাকায় লাগাতার পুলিশি টহল চলছে। প্রশ্ন উঠছে এই আধুনিক যুগে তন্ত্র মন্ত্রের মাধ্যকে কীভাবে একজন ব্যাক্তিকে দোষী সাবস্ত করা যায়।সেই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই ঘটনায় কঠোর ভাবে হস্তক্ষেপ করেছে পিংলা থানার পুলিশ।