গেম খেলতে মানা করায় বাড়ি থেকে পালাল নাবালক

author-image
Harmeet
New Update
গেম খেলতে মানা করায় বাড়ি থেকে পালাল নাবালক

হরি ঘোষ, জামুড়িয়া: অনলাইন ক্লাস চলাকালীন গেম খেলতে নিষেধ করায় ঘর থেকে পলাতক অষ্টম শ্রেণীর ছাত্র চিরাগ সান্থালিয়া। গত পরশুদিন সকাল ১০টা থেকে নিখোঁজ চিরাগ সান্থালিয়া। জামুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। চিরাগ এর মা চঞ্চল সন্থালিয়া জানান, মহামারীর সময় থেকে অনলাইনে পড়াশোনা চলছে। পরশুদিন অনলাইন ক্লাস না করে মোবাইলে গেম খেলছিল চিরাগ। এই বিষয় নিয়ে চিরাগকে বকাবকি করেন তিনি। এরপরই চিরাগ বাড়ি থেকে বেরিয়ে যায়। সমস্ত আত্মীয় রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড খোঁজার পর চিরাগের কোনো সন্ধান না পাওয়ায় জামুড়িয়া থানা নিখোঁজ ডায়েরি করা হয়েছে।