'দুদিন কেটে গেল, কবে খুলবে স্কুল?', প্রশ্ন শহরের ৩ স্কুলের অভিভাবক-পড়ুয়াদের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'দুদিন কেটে গেল, কবে খুলবে স্কুল?', প্রশ্ন শহরের ৩ স্কুলের অভিভাবক-পড়ুয়াদের

নিজস্ব সংবাদদাতা: 'দুদিন কেটে গেল, কবে খুলবে স্কুল?' প্রশ্ন শহরের ৩ স্কুলের অভিভাবক-পড়ুয়াদের। স্কুলের গেটের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ। ফি দিয়েও তাঁদের সন্তান কেন উপেক্ষিত হবে? প্রশ্ন তুললেন অভিভাবকদের একাংশ। স্কুল খোলার ৩ দিন পরেই বন্ধ, উদ্বিগ্ন পড়ুয়ারা। কবে স্কুল খুলবে, চেষ্টা করেও প্রতিক্রিয়া মেলেনি কর্তৃপক্ষের।