নিজস্বসংবাদদাতাঃ হাসপাতাল থেকে রাজভবনে ফিরে এলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার দুপুরে অসুস্থ বোধ করায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর কিছু শারীরিক পরীক্ষা করা হয়। তার পর বিকেল সাড়ে ৫টা নাগাদ তাঁকে রাজভবনে নিয়ে আসা হয়।জানা গিয়েছে, কিছু স্নায়বিক সমস্যা থাকায় রাজ্যপালের এমআরআই করা হয়। চিকিৎসকরা তাঁকে কিছু দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। এক ঘণ্টা হাসপাতালে থাকার পর রাজভবনে ফিরিয়ে নিয়ে আসা হয় ধনখড়কে।