সল্টলেকের স্কুলে গেল সিআইডি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সল্টলেকের স্কুলে গেল সিআইডি

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবারই প্রথম ক্লাস শুরু হয়েছিল। আর প্রথম দিনেই সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলে ঝামেলা। দু’টি স্কুল বাস‘নিখোঁজের’ ঘটনায় তিন ঘণ্টা ধরে উদ্বেগে ভুগলেন অভিভাবকরা। স্কুল সূত্রে খবর, দু’টি শিশুর ছোট্ট ভুলেই এমন একটা কাণ্ড ঘটে গিয়েছে। ভবিষ্যতে যাতে এমনটা না হয়, সে ব্যাপারে তাঁরা সজাগ থাকবেন বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ।ওই স্কুলের অ্যাকাডেমিক ডিরেক্টর রেখা বৈশ্যের দাবি, নিউটাউনগামী একটি স্কুলবাসে উঠে পড়েছিল দুটি শিশু। অথচ, তাদের নিউটাউনে বাড়িও নয় আর স্কুলের বাসে যাওয়ার কথাও নয়। তাদের খুঁজতে গিয়েই ঝামেলার সূত্রপাত। শুরু উদ্বেগ এবং অজানা আতঙ্কের।ঝামেলার খবর পেয়ে তখন স্কুলে চলে যায় টেকনো সিটি থানার পুলিশ। তাদের উপস্থিতিতে কিছু ক্ষণ বাদে জট কাটলেও ঘটনার গুরুত্ব বুঝে স্কুলে চলে আসে সিআইডি।