নিজস্ব সংবাদদাতাঃ মহিষবাথানে সল্ট লেক শিক্ষা নিকেতন স্কুলের পড়ুয়ারা ‘নিখোঁজ’। বেলা ১২টায় স্কুল ছুটি হয়েছে পড়ুয়াদের। অভিযোগ, ছুটির পর ৩টি বাসে করে স্কুল থেকে বেরিয়েছে পড়ুয়ারা। স্কুল বাস চালকদের প্রত্যেকের ফোন স্যুইচড অফ। বাড়ি ফেরেনি কেউ, দাবি অভিভাবকদের। স্কুলে গিয়ে বিক্ষোভ অভিভাবকদের, ঘটনাস্থলে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। করোনাকালের পর আজই প্রথম খুলেছে এই স্কুল। ‘বাড়িতে পৌঁছে গেছে পড়ুয়ারা’, জানাল স্কুল কর্তৃপক্ষ। ভুল করে অন্য বাসে উঠে পড়েছিল।