নিজস্ব সংবাদদাতা: দেশ জুড়ে চরমে উঠেছে মূল্যবৃদ্ধি । তার মধ্যে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । এ বারও রেপো রেট ৪ শতাংশেই বেঁধে রাখল রিজার্ভ ব্যাঙ্ক। এই নিয়ে পর পর একাদশতম বার রেপোরেট অপরিবর্তিত রাখল তারা। একই সঙ্গে রিভার্স রেপো রেটও অপরিবর্তিত রাখা হয়েছে, ৩.৩৫ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি বা অর্থনৈতিক নীতি নির্ধারণ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।