নিজস্ব সংবাদদাতাঃ ৫ রাজ্যে ভোটের ফল বেরনোর পর থেকেই, ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। ভয়ঙ্কর পরিস্থিতির জন্য কেন্দ্রকে ফের দুষেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অন্যদিকে, মূল্যবৃদ্ধির জন্য রাজ্যকেই দায়ী করেছে বিজেপি। জিনিসপত্রের লাগামছাড়া দাম। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তৎপর এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। চলছে অভিযান। এই মুহূর্তে হাতিবাগান বাজারে ইবির অভিযান।