New Update
/anm-bengali/media/post_banners/6A16TuxKzvLF18ClXDoa.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রামপুরহাটের বগটুই গ্রামের গণহত্যাকাণ্ডে বৃহস্পতিবার মুম্বই থেকে ৪ জনকে গ্রেফতার করে সিবিআই। এরপর শুক্রবার অর্থাৎ আজ তাঁদের কলকাতায় নিয়ে আসা হল। জানা গিয়েছে, ধৃতদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে। সূত্র মারফত খবর, ধৃতদের রামপুরহাট নিয়ে যাওয়া হচ্ছে। গ্রেফতার করা হয়েছে বাপ্পা শেখ, সাবু শেখ সহ ৪ জনকে। এফআইআরে বাপ্পা শেখ, সাবু শেখের নাম রয়েছে। বগটুই-এর মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গী হল বাপ্পা শেখ, সাবু শেখ। গ্রামবাসীরা জানিয়েছিলেন, ঘটনার দিন বগটুই গ্রামে তাণ্ডব চালিয়েছিল বাপ্পা শেখ, সাবু শেখ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us