পিচে অটল ডি’কক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পিচে অটল ডি’কক


নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে নাবি মুম্বইয়ের বুকে মুখোমুখি হয়েছে লখনৌ সুপার জায়েন্টস ও দিল্লি ক্যাপিটালস। মাঠে ওপেন করতে নামার পর থেকেই পিচ থেকে সরানো যাচ্ছে না কুইন্ট ডি’কক-কে। এই মুহূর্তে তিনি ৬২ রান করেছেন। ইতিমধ্যে মাঠ থেকে বিদায় নিয়ে নিয়েছেন লিউইস। লখনৌ-এর রানের সংখ্যা ১০৩ রানে ২উইকেট।