হরি ঘোষ, জামুরিয়াঃ আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে আজ জামুরিয়ার খাসকেন্দা মোড় থেকে রোড় শো করেন শুভেন্দু অধিকারী। ডোবরানা অঞ্চল এবং চিচুড়িয়া অঞ্চলেও তিনি ভোট প্রচার সারেন। ভোট প্রচারের পর অনুব্রত মণ্ডলকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এসএসকেএম হাসপাতালকে মমতা ব্যানার্জি খুয়াড় করে রেখেছেন। যত চোর ডাকাতকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে হাসপাতালের গরিমা নষ্ট হয়েছে।" অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে তিনি জানান কতটা অক্সিজেন কম, হৃদযন্ত্র কোন জায়গায় ব্লক রয়েছে সব কিছুই বের করবে সিবিআই।