আসানসোলের বিভিন্ন প্রান্তে পানীয় জলের তীব্র সংকট, ভোটের মুখে অস্বস্তিতে তৃণমূল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আসানসোলের বিভিন্ন প্রান্তে পানীয় জলের তীব্র সংকট, ভোটের মুখে  অস্বস্তিতে তৃণমূল

রাহুল পাসোয়ান, আসানসোলঃ  তীব্র দাবদাহ আসানসোলে। তাপমাত্রা ৪০ ডিগ্রি। এই অবস্থায় আসানসোল পুর এলাকার বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। কুলটি ,হীরাপুর,জামুরিয়ার বিভিন্ন এলাকায় গরম তীব্র আকার ধারণ করেছে। ভোটের মুখে এই অবস্থায় রীতিমতো অস্বস্তিতে তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভা। আসানসোলের জলপ্রকল্পের কাজ প্রায় সম্পূর্ণ হবার মুখে। বাড়ি বাড়ি পাইপ সংযোগের কাজ সম্পন্ন না হলেও রিজার্ভার এর কাজ সম্পন্ন। কিন্তু যে সমস্ত এলাকায় জল সংকট ছিলো সে সমস্ত এলাকার উন্নতি হয়নি এখনো। আসানসোল লোকসভা উপনির্বাচনের মুখে পরিস্থিতি সামাল দিতে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের অভিযোগ- আসানসোল পুরসভা কতটা অপদার্থ তা দেখাই যাচ্ছে। তাদের কাছে না আছে জল , না আছে ট্যাঙ্কার। ভোট কিনতে তারা বাইরে থেকে ট্যাঙ্কার এনেছে। এই কাজের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। সিপিএম প্রার্থী পার্থ মুখার্জির দাবি - এই পরিস্থিতি সামাল দেবার জন্য আগে থেকে পরিকল্পনা করা উচিত ছিল। এটা তাদের ব্যার্থতা। মানুষ জল পাচ্ছে তাতে কোনও ক্ষতি নেই। কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডির দাবি - নিজেদের ব্যর্থতা ঢাকতে কেবলমাত্র নির্বাচনী বৈতরণী পার করতেই তৃণমূলের একটা প্রচেষ্টা মাত্র। বিরোধীদের এই অভিযোগকে গুরুত্ব না দিয়ে আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির দাবি- বিরোধীদের যা কাজ ওরা সেটাই করছে। কোনও ধরনের সহযোগিতা করছে না। এতে আমরা দুঃখিত। খুব শীঘ্রই এই সংকট মিটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে না গিয়ে এভাবে বাইরের থেকে ট্যাঙ্কার এনে জল সরবরাহ করাকে স্বাগত জানিয়েছেন সাঁতা গ্রামের বাসিন্দা নরোত্তম মাজি। তাঁর দাবী অতীতে বাইরে থেকে ট্যাঙ্কার আনা না হলেও এবার ট্যাঙ্কার আনায় মানুষের উপকার হচ্ছে। কিন্তু এভাবে সমস্যার স্থায়ী সমাধান হবে না।