New Update
/anm-bengali/media/post_banners/9hP0DnWgu68Mb42oPXvd.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রামপুরহাটের বগটুই গ্রামে গণহত্যার ঘটনায় প্রথম গ্রেফতারি হল। মুম্বই থেকে ৪ জনকে গ্রেফতার করল সিবিআই। গ্রেফতার করা হয়েছে বাপ্পা শেখ, সাবু শেখ সহ ৪ জনকে। এফআইআরে বাপ্পা শেখ, সাবু শেখের নাম রয়েছে। বগটুই-এর মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গী হল বাপ্পা শেখ, সাবু শেখ। গ্রামবাসীরা জানিয়েছিলেন, ঘটনার দিন বগটুই গ্রামে তাণ্ডব চালিয়েছিল বাপ্পা শেখ, সাবু শেখ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us