'২-৪টে নোটিশ দিয়ে অভিষেককে দমানো যাবে না'

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'২-৪টে নোটিশ দিয়ে অভিষেককে দমানো যাবে না'

নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন উপ নির্বাচনের জন্য তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র হয়ে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মল্লিকবাজারে তিনি বলেন, 'বাবুল জয় শ্রী রামের রাজনীতি ছেড়ে জয় বাংলার রাজনীতি করতে এসেছেন বাবুল। আরও অনেকেই বিজেপি ছাড়তে চাইছেন। দরজা খুললে দলটাই উঠে যাবে। রাজনীতির ময়দানে লড়তে পারে না বিজেপি, সেজন্যই ইডি, সিবিকে ব্যবহার করছে বিজেপি। রাজ্যে ৩৫৬ ধারা জারির হুমকি দিচ্ছে বিজেপি। যা ইচ্ছা করুক, আমরা আরও আসন জিতব। নারদ মামলায় সুব্রতকে গ্রেফতার করে সিবিআই। নারদে যিনি কাগজে মুড়িয়ে টাকা নিয়েছেন। তিনি এখন বিজেপিতে গিয়ে সাধু হয়ে গেছেন। কলকাতার মামলায় আমাকে দিল্লি তলব করা হয়েছে। কেউ যদি ভাবে ৪টি নোটিশ ধরিয়ে অভিষেককে দমানো যাবে তাহলে ভুল ভাবছ।'