New Update
/anm-bengali/media/post_banners/WdgZ45LZxoLDHBnSeKh1.jpg)
নিজস্ব প্রতিনিধি -আজ আগরতলা শহরের বুকে কংগ্রেস আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে প্রাক্তন বিজেপি মন্ত্রী, কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন ঋণ ও আর্থিক সমস্যার কারণে ভারতে কৃষকদের আত্মহত্যার জন্য বিজেপি সরকারকে কটাক্ষ করেছেন৷ তিনি বলেন,"মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন ঋণ মকুব করা একটি সাধারণ বিষয় ছিল, কিন্তু এখন মোদি সরকারের কৃষকদের প্রতি কোনো সহানুভূতি নেই।" তিনি বলেন, "বিজেপি সরকার কর নষ্ট করছে বিভিন্ন মূর্তি এবং রামমন্দির গড়ে তোলার জন্য। কিন্তু কোন কৃষকের ঋণ মকুব নেই৷ তাই বিজেপি কোন দল নয়, কেবল একটি কর্পোরেট সংস্থা৷ এটি কেবল ভোট জেতার একটি মেশিন, এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us