/anm-bengali/media/post_banners/9t3SrF8frVuvnRz0bzr2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মিউজিক সিস্টেমের আড়ালে মাদক পাচারের ছক বানচাল। রাজ্য পুলিশের এসটিএফের জালে দম্পতি। মালদহ টাউন স্টেশন থেকে পাকড়াও করা হয় তাদের। ধৃতদের কাছ থেকে আড়াই কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারদর আনুমানিক ১২ কোটি টাকা। রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে মাদক কারবারের খোঁজ পায়। সেই অনুযায়ী বুধবার মালদহ টাউন স্টেশনে হানা দেয় এসটিএফ। সেখানে গিয়ে রিয়া শাফিন নামে ২০ বছরের এক মহিলা এবং তার স্বামী ২৭ বছর বয়সি গোলাম মোস্তাফার উপর নজর রাখতে শুরু করেন তদন্তকারীরা। দম্পতির আচরণে সন্দেহ হয়। তাদের কাছে থাকা একটি মিউজিক সিস্টেম দেখে সন্দেহ হয় এসটিএফের। ওই মিউজিক সিস্টেম ভাল করে খতিয়ে দেখতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। কারণ, ওই সাউন্ড সিস্টেমে লুকিয়েই মাদক পাচারের ছক কষেছিল দম্পতি। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর, ওই দম্পতি মুর্শিদাবাদের বাসিন্দা। বিপুল পরিমাণ মাদক উত্তর পূর্ব ভারতে পাচারের ছক কষেছিল অভিযুক্তরা। ওই দম্পতিকে জেরা করে সমস্ত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us