নিজস্ব সংবাদদাতাঃ চরম বিপদের সময় বন্ধু হয়ে পাশে দাঁড়াল ভারত। শ্রীলঙ্কায় যে চরম আর্থিক সঙ্কট দেখা দিয়েছে, তা থেকে কিছুটা মুক্তি দিতে ফের একবার জ্বালানি দিয়ে সাহায্য করল ভারত। কেন্দ্রীয় সূত্রের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৬ হাজার টন জ্বালানি সরবরাহ করা হয়েছে শ্রীলঙ্কায়। এই নিয়ে মোট ২ লক্ষ ৭০ হাজার টন জ্বালানি পাঠানো হল শ্রীলঙ্কায়।