​
নিজস্ব সংবাদদাতাঃ অনেক মহিলারই স্রাব-এর অসুবিধা দেখা যায়। বিভিন্ন রকমের স্রাব হয়। অনেকের কম স্রাব হয়। আবার অনেকের মাত্রাতিরিক্ত স্রাব হয়। আবার কারো দইয়ের মতো ঘন স্রাব হয়। এমন স্রাব হলেই কিন্তু বিপদ, জানবেন যোনির নালিতে অবশ্যই কোনো রোগ দেখা দিয়েছে। এমনটা হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।