​
নিজস্ব সংবাদদাতাঃ সেক্সের সময় অনেকের অনেক অসুবিধা হয়ে থাকে। অনেকে সেক্স করতে ভয় পায়। অনেকের আবার সেক্স করার সময় যোনিতে জ্বালা, পোড়া ভাব অনুভব হয়। তাই সেক্স করার সময় অবশ্যই নিজেদের মধ্যে এই সব বিসয়ে ভালো করে আলোচনা করে নিন। যাতে ভবিষ্যতে সমস্যার সম্ভাবনা কমে।