নিজস্ব সংবাদদাতাঃ তপন কান্দুর খুনের প্রত্যক্ষদর্শীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার মোবাইল ফোন ঘিরে তৈরি হয়েছে রহস্য। মৃতের পরিবারের দাবি, গতকাল থেকেই নিরঞ্জন বৈষ্ণবের মোবাইল ফোন বন্ধ ছিল। সকালে দেহ উদ্ধারের পর খোঁজ মিলছে না মোবাইল ফোনের। ফোনে কি কেউ হুমকি দিয়েছিল নিরঞ্জনকে? সেই কারণেই ফোন গায়েব? উঠছে প্রশ্ন।