New Update
/anm-bengali/media/post_banners/XXCukCNdehG4f81eyn5M.jpg)
রাহুল পাসওয়ান, আসানসোল : 'সিবিআই , ইডি, বিজেপির কাছে হাতির দেখানে ওয়ালি দাঁত,' এমনটাই দাবি করলেন জয়প্রকাশ মজুমদার। বুধবার আসানসোল রবীন্দ্র ভবনে, তৃনমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে কোলিয়ারি শ্রমিক ইউনিয়নের সঙ্গে একটি সভা করেন। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, সুজাতা খাঁ ও প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সেখানে একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারে সমালোচনা করেন জয়প্রকাশ মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপির প্রার্থীর নাম ঘোষনা করার পরে তিনি নিমরাজি ছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us