নিজস্ব সংবাদদাতাঃ ১৬দিনে ১৪ বার! প্রায় ১ টাকা বেড়ে আজ থেকে কলকাতায় পেট্রোল ১১৫ টাকা পার। রাজ্যের অধিকাংশ জেলাতেই ডিজেলের সেঞ্চুরি।২৩টি জেলার মধ্যে ১৭টিতে সেঞ্চুরি পার করল ডিজেল। কলকাতাতেও ডিজেল ১০০ ছুঁইছুঁই। ইতিমধ্যেই দেশে সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে পেট্রোলের দাম। লিটারে ৮৪ পয়সা বেড়ে কলকাতায় আজ পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১৫ টাকা ১২ পয়সা। অন্যদিকে ৮১ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম হয়েছে ৯৯ টাকা ৮৩ পয়সা। এই নিয়ে ১৬ দিনে ১৪ বার দাম বাড়ল জ্বালানির।