নিজস্ব প্রতিনিধি -একের পর এক সফল্য ত্রিপুরা পুলিশের।এবারে ত্রিপুরার মুঙ্গিয়াকামী থানার পুলিশ আজ সকালে ৪৫৬ কেজি গাঁজা সহ এক ১২ চাকার লরিকে আটক করতে সক্ষম হয়েছে।ইতিমধ্যেই আটক করা হয়েছে সেই লরির চালকেও। সুত্রের খবর ত্রিপুরার তেলিয়ামুড়ার কাছে নাকা পয়েন্টে সেই লরিটির তল্লাশি হয়নি।যার দরুন গাড়িটি সেখান থেকে বেঁচে যায়।কিন্তু শেষ রক্ষা পেতে পারেনি, মুঙ্গিয়াকামী পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায় সেই লরিটি।