CBSE ১২ বিজনেস স্টাডিজ পরীক্ষার টিপস

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
CBSE ১২ বিজনেস স্টাডিজ পরীক্ষার টিপস

নিজস্ব সংবাদদাতাঃ ১২ বোর্ড পরীক্ষার কমার্স বিভাগে বিজনেস স্টাডিজ এক জনপ্রিয় এবং কিঞ্চিৎ জটিল বিষয়। তবে বহু ছাত্রছাত্রীই এই বিষয়টিকে নির্বাচন করে থাকে। আসুন জেনে নিই এই বিষয়টিতে ভালো নম্বর পাওয়ার কৌশল। বিজনেস স্টাডিজ পেপারের দুটি উপবিভাগ রয়েছে।  ক) পার্ট ১ এ ম্যানেজমেন্টের নীতি এবং কার্যাবলী থেকে প্রশ্ন থাকে। এই পর্বের জন্য ৬০ নম্বর বরাদ্দ থাকে। খ) পার্ট ২ বিজনেস ফাইন্যান্স এবং মার্কেটিং থেকে প্রশ্ন থাকে। এই পর্বের জন্য ৪০ নম্বর বরাদ্দ থাকে। 





কিছু কৌশল হলঃ-১) বিজনেস স্টাডিজ বিষয়টি সম্পর্কে আগে ভালোভাবে এক ধারণা থাকা প্রয়োজন। ২) উচ্চ-ক্রম দক্ষতার প্রয়োজন হয় এমন প্রশ্নগুলি সমাধান করার জন্য আপনাকে যতটা সম্ভব কেস স্টাডি পড়তে হবে এবং বিষয়গুলি বিশ্লেষণ করা শুরু করতে হবে।  ৩) সিবিএসই এবং অন্যান্য বই থেকে দেওয়া মক টেস্টের পেপারগুলি সমাধান করতে হবে। ৪) NCERT-এ অধ্যায়ের শেষে দেওয়া প্রতিটি প্রশ্নের সমাধান করুন। ৫) পাঠ্যবইটি ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে। ৬) বারবার লিখে লিখে অভ্যাস করতে হবে। এই ভাবে পড়াশোনাড় ধারা বজায় রাখলে এই বিষয়ে ভালো নিম্বর আশা করাই যায়।