আলিয়া রনবীরের বিয়ের পোশাক, অতিথি তালিকা সম্পর্কে বিস্তারিত জানুন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আলিয়া রনবীরের বিয়ের পোশাক, অতিথি তালিকা সম্পর্কে বিস্তারিত জানুন

নিজস্ব প্রতিনিধি - অভিনেতা রণবীর কপূর এবং আলিয়া ভাটের বিয়ে নিয়ে বিটাউনে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গেছে, ইতিমধ্যেই এই তারকা জুটিকে একসাথে কাজ করতে দেখা গেছে ব্রম্ভাস্ত্র ছবিতে তবে ছবিটি এখনো মুক্তি পায়নি। সুত্র মতে জানা গেছে আগামী ১৭ই এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই জুটি। তবে কারা উপস্থিত থাকবেন এই বিয়েতে! একটি সুত্র মোতাবেক,এই জুটির বিয়েতে আমন্ত্রিত থাকতে পারেন বলিউডের এক ঝাঁক তারকা পরিচালক সঞ্জয় লীলা বনশালি, জোয়া আখতার, অভিনেতা বরুণ ধবন, মাসাবা গুপ্তা। তাদের রিসেপশন পার্টিতে দেখা যেতে পারে রনবীর সিং, দীপিকা পাডুকোন, আদিত্য চোপড়া, শাহরুখ খান, অয়ন মুখোপাধ্যায়, আদিত্য রায় কপূর,কর্ণ জোহর। জানা যাচ্ছে পাঞ্জাবি ঐতিহ্য মেনেই এই বিয়ে হবে।এবং অভিনেত্রী আলিয়া ভাট সাজবেন মনীশ মলহোত্রা এবং সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে।