New Update
/anm-bengali/media/post_banners/nsnMG4iKcRR2rmKvrMrz.jpg)
নিজস্ব সংবাদদাতা : গরু পাচার মামলায় বুধবার সকাল ১১টায় সিবিআইয়ের নিজাম প্যালেস দফতরে তলব করা হয়েছিল তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে। কিন্তু সেখানে তিনি পৌঁছননি। বদলে কেষ্টর গাড়ি থেমেছে এসএসকেএমের দরজায়। অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারেননি বলে জানা যাচ্ছে। যদিও এ বিষয়ে সিবিআইয়ের কাছে কোনো তথ্যই নেই অফিশিয়ালি। আর এ নিয়েই খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'তার উপর ক্যামেরা রাখুন, 'দেখুন তিনি সিবিআই অফিসে বা হাসপাতালে পৌঁছন কিনা।' শুধু তাই নয়, হাজিরা এড়াতেই যে কেষ্ট হাসপাতালের দ্বারস্ত হয়েছেন সেই ইঙ্গিতও রয়েছে সুকান্তর কথায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us