নিজস্ব সংবাদদাতাঃ আর্থিক সঙ্কট যত বাড়ছে, ততই জোরদার হচ্ছে বিক্ষোভ। এবারে চাপের মুখে পড়েই জরুরি অবস্থা প্রত্যাহার করে নিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। গত ১ এপ্রিলই তিনি দেশের বিক্ষুদ্ধ জনতাকে সামাল দিতে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন। কিন্তু নিরাপত্তা বাহিনীর বন্দুক উপেক্ষা করেই যেভাবে প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে পথে নেমেছে পড়ুয়া থেকে সাধারণ মানুষ, তা দেখেই কার্যত পিছু হটতে বাধ্য হলেন প্রেসিডেন্ট।