নিজস্ব সংবাদদাতাঃ চিনের কাছে বিকিয়ে গিয়েই সর্বনাশ হয়েছে শ্রীলঙ্কার! দ্বীপরাষ্ট্রের আর্থিক সঙ্কট প্রসঙ্গে এ বার ঝাঁঝিয়ে উঠলেন সে দেশের খাবার ব্যবসায়ীরা। শ্রীলঙ্কার সরকারের বিরুদ্ধে তাঁদের অভিযোগ, এই সরকার শুধু চিনের কাছে যথাসর্বস্ব বেচেই দেয়নি, অন্যান্য দেশের থেকেও সব কিছু দেনায় কিনেছে। ফলে শ্রীলঙ্কা এখন ঋণে জর্জরিত। ব্যবসায়ীদের অভিযোগ এ ভাবে চললে আর কিছু দিন পর না খেতে পেয়ে মরতে হবে দেশের মানুষকে।