/anm-bengali/media/post_banners/9jZg5QfWWMzoXJXiHMtp.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির প্রতিষ্ঠা দিবস নিয়ে টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি টুইট করেন, '২০১৪-র আগে গরিবদের জন্য দু'বার রুটি-রুজিও ছিল বড় লড়াই। তবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে, বিজেপি সরকার দরিদ্রদের বাড়ি, বিদ্যুৎ, গ্যাস, টয়লেট, ব্যাংক অ্যাকাউন্ট এবং স্বাস্থ্য বীমা এবং বিনামূল্যে রেশন দেওয়ার মাধ্যমে একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন দেওয়ার জন্য কাজ করেন।'
তিনি আরও লেখেন, 'বিজেপির ৪২ বছরের এই যাত্রা ছিল দেশের সেবা, দেশের উন্নতি এবং জাতীয় পুনর্গঠনের এক লক্ষ্যমাত্রা। গত ২০১৪ সাল থেকে মোদীজির নেতৃত্বে বিজেপি সাত দশক ধরে বঞ্চিত একটি দেশের কোটি কোটি দরিদ্র, কৃষক, বঞ্চিত ও মহিলাদের আকাঙ্ক্ষা পূরণের একটি মাধ্যম হয়ে উঠেছে।'
भाजपा की ये 42 वर्षों की यात्रा राष्ट्रसेवा, राष्ट्रउत्थान व राष्ट्रीय पुनर्निर्माण की यात्रा रही है।
और 2014 से @narendramodi जी के नेतृत्व में भाजपा 7 दशकों से वंचित देश के करोड़ों गरीबों, किसानों, वंचितों और महिलाओं की आकाँक्षाओं की पूर्ति का साधन बनी है। #SthapnaDiwas— Amit Shah (@AmitShah) April 6, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us