নিজস্ব সংবাদদাতাঃ প্রতিদিনই কমছে সংক্রমণ। ধীরে ধীরে করোনা মুক্তির পথে এগোচ্ছে বাংলা। এরই মাঝে গত ২৪ ঘণ্টায় খানিকটা বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ। তবে এদিনও মৃত্যুহীন রাজ্য। সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ। এদিন সরকারি অফিসে করোনা আবহে কাজের ক্ষেত্রে যা বিধিনিষেধ জারি করা হয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ জন। পজিটিভ কেস বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৭ হাজার ৫৪১। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় বঙ্গে প্রাণ হারিয়েছেন ২১ হাজার ১৯৯ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ। করোনা সংক্রমণ বাড়লেও ভরসা জোগাচ্ছে সুস্থতার হার। করোনায় পজিটিভিটি রেট ০.২৭ শতাংশ।