New Update
/anm-bengali/media/post_banners/7ghC0U9gxF2yNgGXQvCT.jpg)
নিজস্ব প্রতিনিধি - ত্রিপুরার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য্য অসুস্থ।সুত্রের খবর বার্ধক্যজনিত কারনে তাঁর এই অসুস্থতা। ত্রিপুরার আগরতলায় এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে।সত্যদেব নারায়ণ আর্য ত্রিপুরার ১৯তম রাজ্যপাল।তিনি হরিয়ানার ১৬তম গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি মুলত বিহার থেকেই ভারতীয় জনতা পার্টির একজন নেতা হিসেবে কাজ শুরু করেন।বিহারের সাবেক খনি ও ভূতত্ত্ব মন্ত্রী ছিলেন তিনি। রাজগীর থেকে বিহার বিধানসভায় আটবারের বিজয়ী সদস্য তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us