নিজস্ব সংবাদদাতাঃ পুরনো একটি মামলায় শুভেন্দুকে হলদিয়ার দুর্গাচক থানায় তলব। ১৬ মার্চ দুর্গাচকে অনুমতি ছাড়াই সভা করার অভিযোগ। কাঁথি থানার মাধ্যমে ৭দিনে হাজিরার নোটিস দুর্গাচক থানার। ‘হাইকোর্টের নির্দেশ অমান্য করে ৭দিনের মধ্যে হাজিরার নোটিস’, আদালত অবমাননার পাল্টা অভিযোগ শুভেন্দুর আইনজীবীর।