ক্যামেরার সামনে বিবস্ত্র পুনম পাণ্ডে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ক্যামেরার সামনে বিবস্ত্র পুনম পাণ্ডে

নিজস্ব সংবাদদাতাঃ কঙ্গনা রানাউতের রিয়্যালিটি শো ‘লক আপ’। এই শোতে অভিনেত্রী নিশা রাওয়াল, মডেল পুনম পাণ্ডে, অভিনেত্রী পায়েল রোহতগি প্রমুখ এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। প্রতি পর্বে চমক থাকে। কখনও বিবাদ, কখনও বা প্রতিযোগীদের জীবনের গোপন তথ্য। এ বার সকলকে ছাপিয়ে গেলেন পুনম। গত সপ্তাহে সব থেকে বেশি ভোট পেয়ে পুনম তাঁর অনুরাগীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভক্তদের চমকে দেবেন তিনি। সম্প্রতি কথা রেখে সেই অনুষ্ঠানেই ক্যামেরার সামনে পোশাক খুললেন মডেল।