​নিজস্ব সংবাদদাতাঃ ময়দানের ঘোড়ার গাড়ি কলকাতা শহরের অন্যতম চেনা ছবি। তবে এই ময়দানে ঘোড়ার গাড়ি বন্ধ করার জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এবার ময়দানের ঘোড়া চালানো নিয়ে রাজ্য কী ভাবছে, তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, আগামী চার সপ্তাহের মধ্যে তা জানানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।