New Update
/anm-bengali/media/post_banners/Ui3lv31LU1oBEVe3H74F.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিরাট কোহলি ও কুম্বলে সম্পর্কে উঠে নানা কথা। সম্প্রতি বিনোদ রাই-এর লেখা একটি বইয়ে তিনি এই বিখ্যাত দুই মানুষের সম্পর্ক নিয়ে লেখেন। তিনি বলেন, "অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছিলাম। আমাকে জানানো হয় কুম্বলে প্রচণ্ড বেশি নিয়ম মেনে চলার পক্ষপাতি। দলের সদস্যরা সেটা নিয়ে খুশি হতে পারছেন না। আমি বিরাট কোহলীর সঙ্গে কথা বলি। তিনি বলেন যে কুম্বলে যে ভাবে কাজ করেন তাতে দলের তরুণ ক্রিকেটাররা ভয়ে ভয়ে থাকেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us