নিজস্ব সংবাদদাতাঃ কয়লা পাচারকাণ্ডে ইডি দফতরে নথি জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,সূত্রের খবর। ইডি সূত্রে জানা গিয়েছে, এক হাজার পাতার নথি জমা দেওয়া হয়েছে। ই-মেল মারফত অভিষেক নথি জমা দিয়েছেন বলে এর আগে ইডি দাবি করে, কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় নথি জমা দেননি। ​গত ২৯ এপ্রিল এনফোর্সমেন্ট ডিরেক্টরের দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তদন্তকারীদের সামনে হাজিরা দিতে যাননি তিনি। তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয়বার সমন জারি করা হতে পারে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।