কুলটিতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের রোড শোতে উপস্থিত শুভেন্দু অধিকারী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কুলটিতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের রোড শোতে উপস্থিত  শুভেন্দু অধিকারী

রাহুল পাসওয়ান, আসানসোল ঃ  আসানসোল লোকসভা উপনির্বাচনের দিন যতই সামনে আসছে ততই বেশি প্রচার চলছে লোকসভা কেন্দ্র জুড়ে । একদিকে রোদকে উপেক্ষা করে অপর দিকে বিকেল থেকে রাত পর্যন্ত চলছে পুরো দমে প্রচার । এক দিকে রাজ্যের শাসক দল অপর দিকে বিরোধী দল বিজেপি এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ রাজনৈতিক ময়দানে । সেই দৃশ্য দেখা মিলল সোমবার রাত্রে আসানসোল লোকসভার কুলটিতে । যেখানে রাজ্যে বিরোধী দল বিজেপি কুলটির লাল বাজার , পথর খাদ , রাচীগ্রাম , কেন্দুয়া বাজার , কুলটি স্টেশন সহ বিভিন্ন এলাকায় ঢাকঢোল বাজিয়ে প্রচারের ঝড় তুললেন বিজেপি । বাইক র্যালির মধ্যেমে রোড করা হল রবিবার রাত্রে ।যেখানে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল , সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী দুর্গাপুর পশ্চিম এর বিধায়ক লক্ষণ ঘডুই কুলটির বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সহ অনেকে ।