মমতার দাবি নস্যাৎ করলেন রাজ্যপাল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মমতার দাবি নস্যাৎ করলেন রাজ্যপাল

নিজস্ব সংবাদদাতাঃ বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরোধ প্রকাশ্যে এসেছে বারবার। রাজ্যপালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ নতুন নয়। সোমবার ফের তেমনই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অভিযোগ নস্যাৎ করে দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মমতার দাবি সঠিক নয় বলে উল্লেখ করেছেন তিনি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ একাধিক পোস্টে নিয়োগ করার ক্ষেত্রে নাম সুপারিশ করা হয়েছিল বলে দাবি করেছেন মমতা। টুইট করে রাজ্যপাল জানিয়েছেন, পাঁচ দিনের মধ্যে অনুমোদন দিয়েছেন তিনি। অথচ রাজ্যের তরফে একমাসের বেশি সময় পেরিয়ে গেলেও কোনও জবাব দেওয়া হয়নি।