New Update
/anm-bengali/media/post_banners/CntWmGCy6meO2HMr2KHH.jpg)
নিজস্ব প্রতিনিধি -ত্রিপুরার বিলোনিয়া ও উদয়পুরে এক দলীয় কর্মসূচিতে ফের বিজেপি কে কটাক্ষ করলেন সুদীপ রায় বর্মণ,তিনি বলেন, 'নিজের উপরে আস্থা রাখুন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, আমাদের কোনো শত্রু নেই রাজনৈতিক জগতে, একটাই রাজনৈতিক শত্রু আছে ভারতীয় জনতা পার্টি, এটা মাথার মধ্যে রেখে আপনারা অগ্রসর হন। কংগ্রেসের আদর্শ কে সামনে রেখে আপনাদের অগ্রসর হতে হবে, কংগ্রেস পার্টি দুর্বল হলে দেশ দুর্বল হবে, দেশের গণতন্ত্র দুর্বল হবে, দেশের মানুষ দুর্বল হবে সমাজ দুর্বল হবে। কংগ্রেসকে বাঁচিয়ে রাখতে তাকে আরো শক্তিশালী হতে হবে। "
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us