নিজস্ব সংবাদদাতা : হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনা। মৃত্যু হয়েছে বাস চালকের। জখম ৩০ জনেরও বেশি। মান্ডীতে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের পাশে একটি প্রাচীরের সাথে ধাক্কা মারে। বাসটি মানালি থেকে সিমলা যাচ্ছিল। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন মান্ডির এসপি শালিনী অগ্নিহোত্রী।​