হরি ঘোষ,জামুরিয়াঃ ফ্লেক্স ছেড়া নিয়ে উত্তপ্ত খনি অঞ্চল। লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল-এর ফ্লেক্স ছেড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হল জামুরিয়ার গ্রামীণ এলাকার তপসী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুনুস্তরিয়া কোলিয়ারি অঞ্চলে। অভিযোগের তির তৃণমূল-এর দিকে। ফ্লেক্স ছেড়ার ঘটনার প্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতা রাজু মুখার্জি জানান, 'এলাকায় বিজেপির কর্মী নেই। বাইরে থেকে লোক এনে প্রচার করতে হচ্ছে। প্রচারের আলোয় আসার জন্য ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে'।