​হরি ঘোষ,জামুরিয়াঃ নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ বাড়ছে খনি অঞ্চলে। এবার এই লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল-এর ফ্লেক্স ছেড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হল জামুরিয়ার গ্রামীণ এলাকার তপসী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুনুস্তরিয়া কোলিয়ারি অঞ্চলে। সোমবার সকালে বিজেপির দলীয় কার্যালয়ের সামনেই বিজেপির লোকসভা উপনির্বাচনের প্রার্থী অগ্নিমিত্রা পাল-এর সমর্থনে লাগানো ফ্লেক্স রাতের অন্ধকারে কে বা কারা ছিঁড়ে দিয়ে যায় বলে দাবি করেন তারা। সোমবার এই ঘটনার খবর পাওয়ার পর পরই জামুরিয়া থানার, কেন্দা ফাঁড়িতে ফ্লেক্স ছেড়ার ঘটনার খবর জানানো হলে কেন্দা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্লেক্সগুলি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বিজেপি নেতা রাজু মন্ডলের দাবি রবিবারে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এই এলাকার বিস্তীর্ণ অংশে বাড়ি বাড়ি ঘুরে প্রচার পর্ব চালিয়েছেন, আর সেই প্রচারে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়ার বিষয়টি লক্ষ্য করে তৃণমূল কর্মী সমর্থকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। সেকারণেই তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেন তিনি।