দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ 1958 সালের 10 মার্চ নন্দীগ্রামের গোপীমোহনপুরে ইলিয়াস মহম্মদের জন্ম। 1978 সালে কেঁদেমারী জিপি-এর সদস্য হন। 1983 সালে নন্দীগ্রাম-১পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হন তিনি। 2001-2006/2006-2009 নন্দীগ্রাম বিধান সভার বিধায়কও ছিলেন ইলিয়াস। আজ সকাল 7টা 10 মিনিটে নন্দীগ্রাম সুপার স্পেসিলিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সিপিএম-এর বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোকাহত রাজনৈতিক মহল।