পেট্রোপণ্যের লাগাতার মূল্য বৃদ্ধিতে রাহুলের নিশানায় মোদি সরকার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পেট্রোপণ্যের লাগাতার মূল্য বৃদ্ধিতে রাহুলের নিশানায় মোদি সরকার

নিজস্ব সংবাদদাতা : জ্বলানির দাম বৃদ্ধিতে কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ট্যুইটারে একটি গ্রাফিক্স চার্ট রেট তুলে ধরেছেন তিনি। ক্যাপশানে লিখেছেন, 'প্রধানমন্ত্রী জন ধন লুট যোজনা।'



প্রসঙ্গত, সোমবারও মূল্য বৃদ্ধি ঘটেছে পেট্রোল ও ডিজেলের। গত ১৪ দিনে এই নিয়ে দাম বাড়ল ১২ বার। শ্রীনগর থেকে কোচি পর্যন্ত সমস্ত বড় শহরগুলিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকার উপরে। রাজধানীতে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে প্রতি লিটার প্রতি ১০৩.৮১ টাকা এবং ৯৫.০৭ টাকা। ইতিমধ্যে মুম্বইতে, প্রতি লিটারে পেট্রোলের দাম ১১৮.৮৩ টাকা (৮৪ পয়সা বেড়েছে) এবং ডিজেলের দাম ১০৩.০৭ টাকা (৪৩ পয়সা বেড়েছে) প্রতি লিটারে৷