আসানসোলে মাইক্রো অবজার্ভার-দের ট্রেনিং কর্মসূচি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আসানসোলে মাইক্রো অবজার্ভার-দের ট্রেনিং কর্মসূচি


রাহুল পাসোয়ান,আসানসোলঃ আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভার উপনির্বাচন। তার আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইক্রো অবজার্ভার-দের ট্রেনিং দেওয়া হয় আসানসোল রবীন্দ্র ভবনে। আজ অর্থাৎ 4 এপ্রিল রবীন্দ্র ভবনে প্রায় ৪০০ জন মাইক্রো অবজার্ভার প্রশিক্ষণ নেয়। EVM এবং ভিভি পেড কীভাবে কাজ করে সেই বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। পাশাপাশি পোলিং সেন্টারে সরকারি নির্দেশ মেনে কাজ করার বিষয়েও জানানো হয়। জেলা প্রশাসনের ও ইন্ডিয়া ইলেকশন কমিশনার জেনারেল অবজার্ভার-এর উপস্থিতে এই ট্রেনিং কর্মসূচি করা হয়।