আগারতলায় পেট্রোপণ্য ও গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে বামেদের বিক্ষোভ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আগারতলায় পেট্রোপণ্য  ও গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে বামেদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি - আগরতলার রাজপথে আজ সকাল থেকেই প্রখর রোদ এবং গরমকে উপেক্ষা করেই মিছিলে সামিল হলেন বামেদের দল। তাদের দাবি দীর্ঘদিন ধরে পেট্রোপণ্য ও গ্যাসের মূল্য বৃদ্ধি যার জেরে নাকাল হয়ে পড়ছে মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষেরা। ত্রিপুরা বিধানসভার প্রক্তন ডেপুটি স্পিকার পবিত্র কর বলেন, 'দেশের সরকার কেন্দ্র সরকার এবং এ রাজ্যর বিজেপি সরকার মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি করে চলেছে। সাথে তিনি বলেন, 'উত্তরপ্রদ্রশের নির্বাচনের সময় তেলের দাম কম ছিল, তালে সরকারই এর ওপরে হস্তক্ষেপ করেছে। ঠিক ভোটের রেজাল্ট শেষ হওয়ার পরে, এই ১২ দিনে ১১ থেকে ১২ বার তেলের দাম বাড়িয়েছে, তেলের দাম ডিজেলের দাম ১১৩ টাকার ওপরে উঠেগেছে।ডিজেল ১০০ টাকার ওপরে উঠেছে।' শেষে তিনি যোগ করে বলেন, 'এ সরকার মানুষ মারার সরকার।'