New Update
/anm-bengali/media/post_banners/IGru8ihcMO89V55l47Ng.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ১৫তম আইপিএল চেন্নাই সুপার কিংসের জন্য একদম ভালো যাচ্ছে না। কোনও প্লেয়ারই ভালো ছন্দে নেই। পাওয়ার প্লে নিয়ে বেশ চিন্তায় আছেন দলের অধিনায়ক রবীন্দ্র জাদেজা। কিন্তু তিনি দলের খেলোয়াড় রুতুরাজ-কে নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তিনি রুতুরাজের বিষয়ে বলেন, "আমরা ওকে আত্মবিশ্বাস দিতে চাই। ওর পাশে থাকা দরকার আমাদের। আমরা সকলেই জানি ও দুর্দান্ত খেলোয়াড়। তাই আমরা নিশ্চিত ভাবেই ওর সঙ্গে রয়েছি। আমার বিশ্বাস দ্রুত চেনা ছন্দে দেখতে পাব ওকে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us