নিজস্ব সংবাদদাতা : ২ বছর পর ফের স্কুল চালু অভিযান চালু হল উত্তর প্রদেশে। শ্রাবস্তীতে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, 'করোনা মহামারী জীবনের সমস্ত দিককেই প্রভাবিত করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল ও শিক্ষা.তা সত্তেও যখন সমাজ ঘুরে দাঁড়ায় ও নেতৃত্বের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করে তখন তার রেজাল্ট আমরা দেখতে পাই। আজ আমরা ২ বছর পর আবার 'স্কুল চলো অভিযান'-এর সঙ্গে যুক্ত হচ্ছি।'