New Update
/anm-bengali/media/post_banners/Ugq6CnVGgKEIGToJ0tb4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম লেস্টার সিটির খেলা ছিল। লেস্টার সিটির সঙ্গে ইউনাইটেড মুখোমুখি হয়েছিল রোনাল্ডো-কে ছাড়াই। জানা গিয়েছে রোনাল্ডো অসুস্থতার কারণে মাঠে নামতে পারেননি। তাঁর অসুস্থতার প্রসঙ্গে দলের কোচ রালফ র্যাগনিক বলেন, "দেশের হয়ে খেলে ফেরার পরে ও অসুস্থ হয়ে পড়েছে। তাই রোনাল্ডোকে খেলানোর প্রশ্নই ওঠে না।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us